*বৌদ্ধ ও জৈন ধর্ম*
1. মোট কয়জন তীর্থঙ্করের সন্ধান পাওয়া যায়?
উঃ ২৪ জন।
Join our telegram Chanel
TARGET WBP
2. প্রথম ও শেষ তীর্থঙ্করের নাম লেখ।
উঃ প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ। আর শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর।
3. ত্রয়োবিংশ বা তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন? কবে, কোথায় তিনি জন্মগ্রহণ করেন? কত বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন?
উঃ পার্শ্বনাথ। তিনিই ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। খ্রীষ্টপূর্ব অষ্টম শতকে কাশীর এক রাজবংশে তাঁর জন্ম। ত্রিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন।
4. চতুর্যাম কি?
উঃ অহিংসা, সত্য, অচৌর্য ও অপরিগ্রহ- এই চারটি আদর্শ হল পার্শ্বনাথ প্রবর্তিত ধর্মের মূল কথা। এগুলিকে চতুর্যাম বলা হয়।
5. কবে, কোথায় মহাবীরের জন্ম হয়?
উঃ আনুমানিক ৫৪০ খ্রীঃ পূর্বাব্দে বৈশালীর উপকন্ঠে কুন্দগ্রাম বা কুন্দপুর নাম স্থানে জ্ঞাতৃক নামক ক্ষত্রিয় রাজকুলে মহাবীরের জন্ম হয়।
6. মহাবীরের পিতৃদত্ত নাম কী ছিল?
উঃ বর্ধমান।
7. মহাবীরের পিতা ও মাতার নাম কী?
উঃ পিতার নাম সিদ্ধার্থ ও মাতা ছিলেন লিচ্ছবী বংশীয়া রাজকন্যা ত্রিশলা।
8. মহাবীরের স্ত্রীর নাম কী?
উঃ মহাবীরের স্ত্রীর নাম যশোদা।
9. মহাবীর কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন?
উঃ মহাবীর ৩০ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন।
10. কোন নদীর তীরে এবং কোন গাছের নীচে মহাবীর সিদ্ধিলাভ করেন?
উঃ দীর্ঘ ১২ বছর ঋজুপালিকা নদীর তীরে এক শাল গাছের নীচে সাধনার পর তিনি সিদ্ধিলাভ করেন।
11. কত সালে, কত বছর বয়সে, কোথায় মহাবীর দেহত্যাগ করেন?
উঃ আনুমানিক ৪৬৮ খ্রীঃ পূর্বাব্দে ৭২ বছর বয়সে রাজগৃহের কাছে পাবা নগরীতে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যু বরণ করেন।
12. পঞ্চমহাব্রত কী?
উঃ মহাবীর পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যামের সঙ্গে আর একটি নীতি যুক্ত করেন সেটি হল ব্রহ্মচর্য। এই পাঁচটি নীতিকে বলা হয় পঞ্চ মহাব্রত।
Join our telegram Chanel
TARGET WBP
13. ত্রিরত্ন কী?
উঃ সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য আচরণ এই তিনটিকে ত্রিরত্ন বলা হয়।
14. কোন কোন রাজা জৈন ধর্মের সমর্থক ছিলেন?
উঃ মগধরাজ বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য প্রমুখ।
15. মহাবীরের মৃত্যুর পর জৈনরা ক’টি ভাগে ভাগ হয়ে যায়? কী কী? প্রত্যেক দলের নেতাদের নাম লেখ।
উঃ দুটি ভাগে। দিগম্বর ও শ্বেতাম্বর। দিগম্বর দলের নেতা ছিলেন ভদ্রবাহু, আর শ্বেতাম্বর দলের নেতা ছিলেন স্থূলভদ্র।
16. জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ কাকে বলা হয়? গ্রন্থটি ক’টি পর্বে রচিত?
উঃ ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে জৈনদের আদিশাস্ত্রগ্রন্থ বলা হয়। গ্রন্থটি ১৪ টি পর্বে বিভক্ত।
17. কোন কোন গ্রন্থ থেকে বুদ্ধদেবের জীবন সম্পর্কে জানা যায়?
উঃ সূত্ত নিপাত, জাতক, মহাবংশ, দীপবংশ, অশ্বঘোষের বুদ্ধচরিত এবং সংস্কৃত ললিতবিস্তার থেকে বুদ্ধদেবের জীবন সম্পর্কে জানা যায়।
18. কবে কোথায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন?
উঃ আনুমানিক ৫৬৬ খীষ্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে শাক্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন।
19. গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কী?
উঃ পিতার নাম শুদ্ধোধন ও মাতার নাম মায়াদেবী। তিনি ছিলেন দেবদহের রাজকন্যা।
20. গৌতম বুদ্ধের বাল্যনাম কী ছিল?
উঃ সিদ্ধার্থ।
21. গৌতম বুদ্ধের স্ত্রী ও পুত্রের নাম কী ছিল?
উঃ স্ত্রীর নাম গোপা (মতান্তরে যশোধরা) আর পুত্রের নাম রাহুল।
22. কত বছর বয়সে গৌতম বুদ্ধ বোধি লাভ করেন?
উঃ ৩৫ বছর বয়সে বোধি লাভ করেন।
23. কত বছর বয়সে, কোথায় গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন?
উঃ ৪৮৬ খ্রীষ্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে মন্ন রাজ্যের রাজধানী কুশীনগরে (বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় কাশিয়া) তিনি দেহত্যাগ করেন।
24. মহাপরিনির্বাণ কী?
উঃ বুদ্ধদেবের দেহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে মহাপরিনির্বাণ বলা হয়।
25. অষ্টাঙ্গিক মার্গ কী?
উঃ মানুষের আসক্তি বিনাশের জন্য বুদ্ধদেব যে ৮টি পথের কথা বলেন। এগুলি অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত।
26. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী? এটি কোন ভাষায় রচিত? গ্রন্থটি ক’টি ভাগে বিভক্ত ও কী কী?
উঃ ত্রিপিটক। এটি পালি ভাষায় রচিত। গ্রন্থটি তিনটি ভাগে বিভক্ত সূত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক।
27. গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধরা ক’টি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় ও কী কী?
Join our telegram Chanel
TARGET WBP
উঃ হীনযান ও মহাযান, এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়।
28. অশ্বঘোষের রচিত গ্রন্থটির নাম কি?
উঃ বুদ্ধচরিত।
29. জৈনদের ধর্মশাস্ত্রের নাম কী?
উঃ আগম।
30. বৌদ্ধধর্ম প্রচারক দুজন সম্রাটের নাম কর।
উঃ সম্রাট অশোক ও সম্রাট কনিষ্ক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন