জেনারেল নলেজ চ্যাপ্টার -২
1. মহাকাশে (space) কোন মহাকাশচারী (astronaut) আকাশের রং কি দেখবে?
Ans: কালো (black)
2. লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত?
উত্তর: অভিধান সংকলন
3. বাংলায় মুদ্রণখানা (Printing Press) কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর: হুগলি
4. ভারতীয় সংবিধানের কোন ধারাকে (article) ডঃ বি আর আম্বেদকর সংবিধানের 'হৃদয় ও আত্মা' (heart and soul) বলেছেন
Ans: 32 ধারা
5. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরী করেন?
উত্তর: পিঙ্গালি ভেঙ্কাইয়া
6. টেলিভিশনের আবিস্কারক কে?
উত্তর: জে.এল বেয়ার্ড
7. যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে?
উত্তর: নীতি আয়োগ
8. সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতা
9. দীনবন্ধু মিত্রের নীল দর্পন গ্রন্থটিকে কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
10. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র "দক্ষিণ গঙ্গোত্রী" কোথায় অবস্থিত?
উত্তর: আন্টার্কটিকা
11. নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ?
উত্তর : ভানুসিংহ
12. “জীবনের জলসাঘরে”- কার আত্মজীবনী?
উত্তর : মান্না দে
13. একটি ভাইরাস ঘটিত রোগ হল
উত্তর: পোলিও
14. কোন খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত?
উত্তর: হকি
15. লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে?
Ans: গ্যালভানাইজেশেন
16. অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তর: যোগাযোগ
17. কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার?
উত্তর: জাঁতি
18. শব্দের প্রাবল্যের একক হল -
উত্তর: ডেসিবেল
19. কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয় ?
উত্তর: মাদুরাই
20. সাইমন কমিশন কবে ভারতবর্ষে এসেছিলেন?
উত্তর: 1928
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন